কুমিল্লার লালমাই উপজেলায় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন বাহরাইন প্রবাসী মাইন উদ্দিন। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের কলমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তার ২টি লাগেজ, ১টি ব্রিফকেস, ৫টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়।
ভুক্তভোগী মাইন উদ্দিন নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের পেয়ার আহমেদের ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে প্রাইভেট কারে বাড়ি ফেরার পথে এই লুটের শিকার হন।
প্রাইভেট কার চালক নাজমুল হাসান জানান, রাত আনুমানিক ৩টার দিকে কলমিয়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করা দেখতে পান। গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করলে দুপাশ থেকে ৮-৯ জন ডাকাত আক্রমণ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা প্রবাসী ও তার শ্যালককে জিম্মি করে সব মালামাল লুট করে নেয়।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক সাহাবুল ঘটনার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়রা ইতোমধ্যে ডাকাত সন্দেহে দুজনকে আটক করেছিল। আটককৃতরা হলেন: রবিউল হাছান (৫০) পেরুল উত্তর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের বাসিন্দা, রওশন আলী (৫২), ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা।
সহকারী উপ-পরিদর্শক সাহাবুল বলেন, “স্থানীয়দের সহায়তায় আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে আটক দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদ চলছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে প্রবাসীরা নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা দাবি করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post