নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত স্থান থেকে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কয়েকজন নেতাকর্মী। সেখানে মুখ বেঁধে কেক কাটতে দেখা গেছে তাদের।
শনিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তাদের এ কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে এ কর্মসূচিতে সাতজন তরুণ অংশ নেন। তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তারা।
ভিডিওতে নিষিদ্ধ-ঘোষিত এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি টিনের ঘরে একটি কেক নিয়ে তারা স্লোগান দিতে থাকে। পেছনে জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর একটি ছবি সেখানে ঝুলানো রয়েছে।
এই ঘটনাগুলির ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ তাদের সন্ধান করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post