সার্ভার ত্রুটিতে আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বন্ধ আছে। রিপোর্ট লেখার সময় বেলা সোয়া ১১টায়ও লেনদেন শুরু করতে পারেনি স্টক এক্সচেঞ্জটি।
ডিএসইর ওয়েবসাইটে এক ঘোষণায় বলা হয়েছে, অপ্রতাশিত কারণে সকাল ১০টায় লেনদেন শুরু সম্ভব হয়নি। সমস্যার সমাধান হলে লেনদেন শুরুর সময় জানানো হবে। তবে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চালু আছে।
ডিএসইর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সমকালকে জানান, সার্ভার ত্রুটিতে লেনদেন বিঘ্নিত হলেও যে ১২ ব্রোকারেজ হাউসের নিজস্ব ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) রয়েছে, চাইলে তাদের জন্য লেনদেন ব্যবস্থা খুলে দেওয়া সম্ভব। যেহেতু সিংহভাগ ব্রোকারেজ হাউস লেনদেন করতে পারবে না, তাই পুরো লেনদেন বন্ধ রয়েছে।
এদিকে গুঞ্জন আছে, সাইবার আক্রমণে ডিএসইর লেনদেন বন্ধ হয়েছে।
জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ঠিক ধরনের কারিগরি ত্রুটিতে লেনদেন বন্ধ রয়েছে, তা খুঁজে দেখা হচ্ছে।
সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে বাকি পাঁচদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। মোট সাড়ে চার ঘণ্টার লেনদেন শেষ হয় দুপুর আড়াইটায়।
কারিগরি ত্রুটিতে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ হওয়ার বহু নজির আছে। তবে ঢাকার শেয়ারবাজারে এমন ঘটনা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এবং নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ২০২৩ সালের ৫ জুলাই কারিগরি সমস্যার কারণে লেনদেনে বিভ্রাট দেখা দেয়, যা পরপর দুই দিন ধরে অব্যাহত ছিল।
এর ২০২২ সালে কারিগরি ত্রুটিতে লেনদেন বন্ধ থাকার ঘটনায় ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল বিএসইসি।
ডিএসই সূত্র জানিয়েছে, এর পর গত বছরের অক্টোবরে নতুন ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে। নতুন ডাটা সেন্টার স্থাপনের পর এটা প্রথম সমস্যা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post