মরুর দেশ সৌদি আরবে আসন্ন শীতে ১৯৯২ সালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সে বছর জানুয়ারি মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা মাইনাস ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, যা ছিল একটি বিরল ঘটনা। ওই সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৪.৪ ডিগ্রির আশেপাশে ওঠানামা করেছিল।
ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, গত ২০ ডিসেম্বরের পর থেকে দেশের আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে ৩৩ বছর আগের সেই রেকর্ড ভেঙে যেতে পারে।
এনসিএম তাদের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছে, আগামী দিনগুলোতে তাবুক, আল জৌফসহ উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে তুষারপাত হতে পারে।
শুধু তাই নয়, রাজধানী রিয়াদ, মক্কা ও মদিনাসহ দেশের অধিকাংশ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আসির, জাজান, আল বাহা, মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশেও ভারী ও মাঝারি বৃষ্টি, ঘন কুয়াশা এবং তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে।
এনসিএমের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল গালফ নিউজকে জানিয়েছেন, আবহাওয়ার এই পরিস্থিতি আরও অন্তত এক সপ্তাহ ধরে চলতে পারে। যদি এমন পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে ২০২৫ সালে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, সাধারণত হাল এবং আল কুরায়ায় বেশি ঠান্ডা পড়ে। তাই যদি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়, তাহলে এই দুটি স্থানের কোনো একটিতে বা উভয় স্থানেই তা হওয়ার সম্ভাবনা বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post