মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কাজ শুরুর আগে মোনাজাত করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন মহল থেকে এটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গত ২৯ ডিসেম্বর, মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বাহরুতে সুলতান ইসমাইল পেত্রা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিকরা কাজ শুরুর আগে একত্রিত হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। ভিডিওটি প্রকাশের পর অনেকেই বাংলাদেশি শ্রমিকদের ধর্মীয় অনুশাসন ও আধ্যাত্মিক জীবন নিয়ে মন্তব্য করেছেন।
জানা গেছে, প্রকল্প পরিচালনাকারী ঠিকাদারি সংস্থা নিয়মিতভাবে সকালে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের রীতি চালু করেছে। এটি শুধু শ্রমিকদের কাজের প্রতি মনোযোগ বাড়াচ্ছে না, বরং তাদের মনোবলকেও চাঙ্গা করছে। নেটিজেনরা ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন যে, বাংলাদেশি শ্রমিকরা শুধু কঠোর পরিশ্রমীই নন, তারা ধর্মীয় জীবনেও অত্যন্ত সচেতন।
মালয়েশিয়ার এক নাগরিক, খায়রি আজিজি, ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, “বাংলাদেশিদের আমি শ্রদ্ধা করি। বিদেশে কঠোর পরিশ্রম করেও তারা সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলে যান না। এমনকি জুমার দিনও তারা দূর-দূরান্ত থেকে মসজিদে আসেন।”
অনেকেই আরও মন্তব্য করেছেন, বাংলাদেশি শ্রমিকদের কোরআন তেলাওয়াত অত্যন্ত সুমধুর এবং মোনাজাত পরিচালনাকারীরা হয়তো কোরআনের হাফেজ।
এ ঘটনা বাংলাদেশি প্রবাসীদের ধর্মীয় নিষ্ঠা, কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং আধ্যাত্মিক জীবনের প্রতি তাদের দায়িত্বশীলতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ভিডিওটি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে তাদের কঠোর পরিশ্রমের পরিচায়ক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post