বিএনপিকে ৭১-এর চেতনার অপব্যবহার নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি সতর্ক করে বলেন, দেশের জনগণ আর কোনো রাজনৈতিক দলকে ৭১-এর চেতনার নামে ষড়যন্ত্র করতে দেবে না।
ঢাকার একটি সমাবেশে দেয়া বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, “সর্বশেষ সাড়ে ১৭ বছর ধরে আওয়ামী লীগ ষড়যন্ত্রের জাল বুনে দেশ শাসন করেছে। ক্ষমতার হাতবদল হলেও দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। কারণ, ক্ষমতাসীন দলগুলো কখনো দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়নি। তারা সবসময় নিজেদের স্বার্থ ও দলীয় এজেন্ডাকেই এগিয়ে রেখেছে।”
তিনি আরও বলেন, “৭১-এর চেতনার নামে আওয়ামী লীগ যা করেছে, তা প্রকৃত চেতনার প্রতিনিধিত্ব করে না। এই চেতনাকে বিকৃত করে ক্ষমতায় থাকার জন্য তারা নানা ষড়যন্ত্র করেছে। তবে জনগণ তাদের সেই অবস্থান থেকে ছিটকে দিয়েছে এবং চেতনাকে বিক্রি করার জন্য তীব্র ঘৃণা প্রকাশ করেছে।”
নুরুল ইসলাম বুলবুল সরাসরি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন, “আবারও ৭১-এর চেতনার নামে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলদারিত্বের তালিকা আমাদের কাছে আছে। সোশ্যাল মিডিয়ায় এই সব কর্মকাণ্ডের প্রমাণ প্রকাশ পেলে জনগণ আপনাদের ধিক্কার দেবে। এই ধরনের কার্যক্রম এবং বক্তব্য দেওয়া বন্ধ করুন।”
নিজ দলের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “জামায়াতের দুইজন মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। তাদের সততা এখনো কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। আমরা চ্যালেঞ্জ ছুড়েছি, কিন্তু এখন পর্যন্ত কেউ তার জবাব দিতে পারেনি।”
নুরুল ইসলাম বুলবুল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে সতর্ক করে বলেন, “দেশের জনগণ এখন অনেক সচেতন। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটকারী রাজনীতিবিদদের আর ক্ষমতায় দেখতে চায় না। ৭১-এর চেতনার নামে আর কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।”
এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং জামায়াতের রাজনৈতিক অবস্থানকে আরও জোরালো করেছে। এর প্রভাব নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post