বাংলাদেশ সরকার তুরস্ক থেকে যুদ্ধ ট্যাংক কিনতে যাচ্ছে, যা নিয়ে ভারতের কূটনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করায় ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে।
ভারতের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে এবং ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়েও ভারত অসন্তোষ প্রকাশ করেছে। এ অবস্থায় ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের সামরিক ক্রয় এবং কূটনৈতিক প্রেক্ষাপট।
তুরস্ক থেকে ট্যাংক কেনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “নিরাপত্তা-জনিত সব বিষয়ের ওপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব।”
এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুতে ভারতের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেন, “গ্রেফতারকৃতদের যেন ন্যায্য বিচার দেওয়া হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে দিল্লির কাছে বার্তা এসেছে বলেও নিশ্চিত করেছেন রণধীর জয়সওয়াল। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশ সরকারের সামরিক ক্রয় এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ঘটনাগুলো ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক থেকে ট্যাংক কেনার ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে উভয় দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক কেমন হবে, তা সময়ই বলে দেবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post