রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিমানবন্দরে সাময়িকভাবে বিমান আগমন ও প্রস্থান বন্ধ করে দেয়া হয়। বেসামরিক বিমানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষে নেয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া। খবর রয়টার্সের।
তবে কেন ফ্লাইট স্থগিত করা হয়েছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এর আগে রাশিয়ার বিমানবন্দরগুলো ইউক্রেনীয় ড্রোন হামলার ঝুঁকির সময় সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
লেনিনগ্রাদ অঞ্চলের (যেখানে সেন্ট পিটার্সবার্গ অবস্থিত) গভর্নর আলেকজান্ডার দ্রজদেঙ্কো জানিয়েছেন, রুশ বাহিনী ফিনল্যান্ড উপসাগরের লুগা উপকূলের কাছে দুটি ড্রোন ভূপাতিত করেছে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রোসাভিয়াটসিয়ার একজন প্রতিনিধি লিখেছেন, বিমানবন্দরটি সাময়িকভাবে বিমান অবতরণ বা উড্ডয়ন করতে দেয়া হচ্ছে না। বিমানের ক্রু, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পরিষেবা কর্মীরা ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন—এটিই সর্বোচ্চ অগ্রাধিকার বিষয়।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করলে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে দুই পক্ষের বহু প্রাণিহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও এখন পর্যন্ত যুদ্ধ শেষ হওয়ার কোনো দৃশ্যমান লক্ষণ নেই।
২০২৪ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৪ লাখ ৩০ হাজার ৭৯০ জন সেনা হারিয়েছে রাশিয়া। সেনা হারানোর এই সংখ্যা ২০২২ ও ২৪ সালের মোট সংখ্যার চেয়েও বেশি।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। তবে গত সোমবার (৩০ ডিসেম্বর) ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি জানান, ২০২৪ সালে রুশ সেনাবাহিনীর প্রায় ৪ লাখ ২৭ হাজার সেনা হতাহত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post