যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার রায় শোনার তারিখ নির্ধারণ করা হয়েছে। স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ঘটনায় তার দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত। আগামী ১০ জানুয়ারি নিউইয়র্কের ম্যানহাটান আদালতে বিচারক হুয়ান মারচ্যান এই মামলায় দণ্ডাদেশ ঘোষণা করবেন।
ট্রাম্পের এই বিচার আমেরিকার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কারণ, এর আগে যুক্তরাষ্ট্রের কোনো সাবেক কিংবা ক্ষমতাসীন প্রেসিডেন্ট অপরাধে দোষী সাব্যস্ত হননি। বিচার চলমান থাকা অবস্থায় আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেওয়ার কথা থাকলেও এর মাত্র ১০ দিন আগে তাকে আদালতে হাজির হতে হবে।
ডোনাল্ড ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন। তার মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, “এটি একটি বেআইনি মামলা এবং তা খারিজ করা উচিত।”
বিচারক হুয়ান মারচ্যান জানিয়েছেন, ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তিনি সম্ভবত ট্রাম্পকে “শর্তহীন মুক্তি” দণ্ডাদেশ দেবেন, যার অর্থ হেফাজত, আর্থিক জরিমানা, বা প্রবেশনের প্রয়োজন হবে না। তবে রায়ের পর ট্রাম্পের আপিল করার সুযোগ থাকবে বলে আদালত জানিয়েছে।
অভিযোগ অনুসারে, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে স্টর্মি ড্যানিয়েলসের একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ঘটনা চেপে রাখতে ট্রাম্পের পক্ষ থেকে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয়। ব্যবসায়িক রেকর্ডে এই লেনদেন গোপন রাখার কারণে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক তথ্য জালিয়াতির ৩৪টি অভিযোগ আনা হয়েছে।
ট্রাম্পের আইনজীবীরা মনে করছেন, মামলাটি সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি অবিলম্বে খারিজ করা উচিত। তবে আদালত এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বিচার একটি বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। রায় কী হবে এবং এটি তার রাজনৈতিক ভবিষ্যতে কী প্রভাব ফেলবে—সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post