সংযুক্ত আরব আমিরাতে শীতের মরসুমেও যেন বর্ষার আগমন। স্থানীয় সময় শুক্রবার দেশব্যাপী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা মরুভূমির এই দেশে এক ভিন্ন চিত্র তৈরি করেছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সাতটি আমিরাতের মধ্যে শুধু আজমান ছাড়া বাকি ছয়টিতেই – আবুধাবি, দুবাই, ফুজাইরাহ, রাস আল খাইমা, শারজাহ এবং উম্মুল কোয়াইন – বৃষ্টি হয়েছে।
দুবাইয়ের আল খাইল রোড, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, জুমেরিয়া, আল সাফা এবং আল জাদাফসহ বিভিন্ন অঞ্চলে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রবল বর্ষণ হয়েছে।
ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, দুবাইয়ের পাশাপাশি আবুধাবির ঘানাদাহ অঞ্চলেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া রাস আল খাইমার ঘালিলা ও আধেন, ফুজাইরাহর আল ইক্কাহ, আল মাদাম ও সুহাইলা, শারজাহর আল ধাইদ এবং উম আল কুয়াইনের আল রাওদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও মেঘের সাথে যোগ হয়েছে কুয়াশা, যা পরিস্থিতিকে আরও মনোরম করে তুলেছে।
এই প্রতিকূল আবহাওয়ার কারণে, আবহাওয়া দপ্তর জনসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে। দপ্তর আরও জানিয়েছে, দিনভর এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post