সৌদি আরবের দাম্মামে মাদক চোরাচালানের অভিযোগে ৬ প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২০২৪ সালে মোট ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলেও জানা গেছে। বুধবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, ওই ৬ জন প্রবাসী ইরানি নাগরিক।
মাদক হাশিশ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। অবশ্য এ ঘটনায় তেহরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে মাসুদ পেজেশকিয়ান সরকার।
গণমাধ্যমে বলা হচ্ছে, সৌদি নিরাপত্তা বাহিনী তাদের মাদকসহ গ্রেপ্তারের পর আদালতে পাঠায়। সেখানে তাদের দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ রায় আদালত থেকে আপিলের পরেও বহাল থাকে এবং রাজকীয় আদেশে তা কার্যকর করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা দেশজুড়ে মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং মাদক চোরাচালানী ও বিক্রেতাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করছে।
২০২৩ সালে উপসাগরীয় অঞ্চলের এই দেশটির কর্তৃপক্ষ বহুল আলোচিত মাদকবিরোধী অভিযান শুরু করে। ওই সময় ধারাবাহিক অভিযান চালিয়ে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়।
দুই বছর আগে মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর থেকে দেশটিতে পাচারকারীদের মৃত্যুদণ্ড কার্যকর বৃদ্ধি পেয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post