দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সাতটি দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১১,৪৭৯ কোটি ৪ লাখ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সুপারিশের ভিত্তিতে জি-টু-জি (সরকার থেকে সরকার) ভিত্তিতে এ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে জ্বালানি তেলের চাহিদা পূরণের লক্ষ্যে চুক্তির আওতায় জি-টু-জি ভিত্তিতে নেগোসিয়েশন করা চীনের দুটি এবং ইন্দোনেশিয়া, আরব আমিরাত, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ওমানের একটি করে প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।
পরিশোধিত জ্বালানি তেলের এই ক্রয়ে খরচ হবে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ ৯৫ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৩২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা।
২০২৫ সালের জন্য এই পরিকল্পনার ভিত্তি স্থাপন হয়েছিল ২০২৪ সালের ২৪ অক্টোবর অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভায়। এবার কমিটি তা চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post