বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ১৭টি দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারেন। ২০২৪ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টের র্যাঙ্কিং ১৯৯টি দেশের মধ্যে ৯৭তম। এ সূচকটি নির্ধারণ করা হয় কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে।
অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর পর প্রয়োজনীয় ফি প্রদান করে সহজেই ভিসা সংগ্রহ করতে পারেন। এ প্রক্রিয়ায় ভিসার জন্য আগাম আবেদন করার প্রয়োজন হয় না। তবে দেশভেদে নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে এবং সাধারণত এই ভিসার মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিনের মধ্যে।
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অন-অ্যারাইভাল নিয়ে ঘুরে আসা যাবে ১৭টি দেশ। এ তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে আছে মালদ্বীপ, ভুটান, নেপাল, পূর্ব তিমুর ও শ্রীলঙ্কা। আফ্রিকা মহাদেশের আছে কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন ও সোমালিয়া। তালিকায় আরও রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া এবং ওশানিয়ার দেশ টুভালু।
অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে যাত্রীরা সংশ্লিষ্ট দেশে পৌঁছে তাৎক্ষণিকভাবে ভিসা গ্রহণ করতে পারেন। তবে বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী প্রক্রিয়ার শর্ত ভিন্ন হতে পারে। এর জন্য যাত্রীদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি থাকা বাধ্যতামূলক।
অন-অ্যারাইভাল ভিসার সুবিধা দেশভেদে ভ্রমণকারীদের জন্য একটি বড় সুবিধা হলেও যাত্রার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নিয়মকানুন যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসার শর্ত কিংবা মেয়াদ যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
বাংলাদেশি নাগরিকদের জন্য এ সুযোগ বৈশ্বিক ভ্রমণে নতুন মাত্রা যোগ করছে এবং আন্তর্জাতিক ভ্রমণে আরও সহজতা এনে দিচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post