দিল্লি থেকে গোয়া যাওয়ার একটি ফ্লাইটে ঘটে গেল অভাবনীয় এক ঘটনা, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কুয়াশার কারণে টানা ১২ ঘণ্টা বিলম্বের পর, উড্ডয়ন আরও দেরি হবে বলে পাইলট যাত্রীদের জানালে, যাত্রী সাহিল কাটারিয়া রাগ সামলাতে না পেরে পাইলটকে ঘুষি মারেন।
পাইলটকে আঘাত করার পর কেবিন ক্রুরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুরো ফ্লাইটজুড়ে হট্টগোল শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ এবং সাহিল কাটারিয়াকে গ্রেপ্তার করে ফ্লাইট থেকে নামিয়ে নেয়।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে ‘নো ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এই তালিকায় থাকা যাত্রীরা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ফ্লাইটে ভ্রমণ করতে পারেন না।
A passenger punched an Indigo capt in the aircraft as he was making delay announcement. The guy ran up from the last row and punched the new Capt who replaced the previous crew who crossed FDTL. Unbelievable ! @DGCAIndia @MoCA_GoI pic.twitter.com/SkdlpWbaDd
— Capt_Ck (@Capt_Ck) January 14, 2024
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নানা রকম প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মজা করে লিখেছেন, “প্লেন উড়ুক আর না উড়ুক, সাহিল ভাই কিন্তু হাত উড়িয়েই দিলেন!” আবার কেউ মন্তব্য করেছেন, “সাহিলের রাগ যদি বিমানের ইঞ্জিনে লাগানো যেত, তাহলে প্লেন হয়তো ১২ ঘণ্টা আগেই উড়ে যেত!”
এই ঘটনা শুধু ফ্লাইট দেরির যন্ত্রণা নয়, যাত্রীদের ধৈর্যের সীমাবদ্ধতাকেও নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আচরণ যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য বড় ধরনের হুমকি।
যদিও ঘটনাটি অনেকের কাছে হাস্যরসের বিষয় হয়ে উঠেছে, এটি আসলে বিমানযাত্রায় সবার জন্য শিষ্টাচার ও সহিষ্ণুতার গুরুত্ব তুলে ধরে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post