আমিরাতে চার মাসব্যাপী সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে। আভাস মিলেছে দীর্ঘ প্রতীক্ষিত বন্ধ থাকা ভিসার দুয়ার খোলার। ভিসা চালু হওয়ার খবরে বাংলাদেশি কর্মীরাও নতুন সম্ভাবনা দেখছেন।
সদ্য শেষ হওয়া বছরের পহেলা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার দুমাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। পরবর্তীতে এই সুযোগ দুই মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। অবৈধদের বিনা জেল-জরিমানায় দেশত্যাগ কিংবা বৈধকরণের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বর্ধিত মেয়াদ শেষ হয়েছে।
এবারের সাধারণ ক্ষমার সুযোগে প্রত্যাশা অনুযায়ী অবৈধ প্রবাসীরা দেশত্যাগ না করলেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বৈধ হয়েছেন বলে মনে করছেন দূতাবাস কর্মকর্তারা।
আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান, গত চার মাসে দেশত্যাগ করার জন্য মাত্র ৪১৮ জন ট্রাভেল পাস সংগ্রহ করলেও স্পন্সর খুঁজে কেবল আবুধাবীতে বৈধ হয়েছেন আনুমানিক ২০ হাজার রেমিট্যান্স যোদ্ধা।
এদিকে নতুন বছর ২০২৫ সালের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধান হতে পারে বলে আভাস পাওয়া গেছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভিসা উন্মুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাশিফ আল হামুদি।
গত ২৩ ডিসেম্বর রাতে আমিরাতের ভিসা নিয়ে খোলামেলা বক্তব্যে সুখবর দেন আল হামুদি। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। চালু হবে ভ্রমণ ভিসাসহ সব ধরনের ভিসা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post