পাকিস্তান থেকে ছোড়া রকেট আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের একটি মসজিদে আঘাত হানলে তিনজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের দান্ড-ই-পাতান জেলার বাসিন্দারা জানিয়েছেন, শনিবার পাকিস্তান থেকে ছোড়া একটি রকেট একটি মসজিদে আঘাত হানলে তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। ভুক্তভোগীদের কিছু পরিবারের সদস্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।
“পাকিস্তান মর্টার হামলা চালিয়েছে; আমার দুই ভাই শহীদ হয়েছেন, আমাদের এক আত্মীয়ও শহীদ হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন,” বলেছেন ভুক্তভোগীর এক আত্মীয়, আকরাম খান। “তাদের জবাবদিহি করতে হবে এবং সঠিক উত্তর দিতে হবে। বেসামরিক লোকদের টার্গেট করা উচিত নয়,” বলেছেন আরেক আত্মীয়, আকল খান।
“মসজিদে আমাদের বেসামরিক লোকদের শহীদ করা হয়েছে। এখানে কোনো সরকার বা সংঘর্ষ ছিল না। এই এলাকায় কিছুই নেই। তারা আমাদের উপর কঠোর অত্যাচার করেছে। তাদের জবাবদিহি করতে হবে এবং আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটি আমাদের বিরুদ্ধে একটি বড় অবিচার,” বলেছেন আরেক ভুক্তভোগীর আত্মীয়, আবদুল রহমান।
এদিকে, পাকতিয়া প্রদেশের দান্ড-ই-পাতান জেলার এক হাজারেরও বেশি বাসিন্দা সাম্প্রতিক পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। খোস্ত প্রদেশের আলিশের জেলার অনেক বাসিন্দাও দুরান্ড লাইনের কাছাকাছি তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এই স্থানান্তরিত মানুষরা অভিযোগ করেছেন যে পাকিস্তান প্রায়ই সংঘর্ষের সময় বেসামরিক লোকদের টার্গেট করে এবং তাদের ক্ষতি করে।
“রাত একটার সময় পাকিস্তান আক্রমণ করেছিল। ২০ থেকে ৩০টি আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়েছিল। পশুপালকদের মৃত্যু হয়েছে, এবং প্রায় এক হাজার পরিবার স্থানান্তরিত হয়েছে,” বলেছেন স্থানান্তরিত একজন ব্যক্তি, লাল মোহাম্মদ। “অনেক সমস্যা ছিল। আর্টিলারির শব্দ ভয়ঙ্কর ছিল। শিশুদের কান্না, আর দান্ড-ই-পাতানের সব বাসিন্দাই চলে গেছে,” বলেছেন হুকুমরান, আরেক স্থানান্তরিত ব্যক্তি।
পাকিস্তানের রকেট হামলা এখনও বেসামরিক মানুষের প্রাণ নিচ্ছে, এমন সময়ে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে যে তারা দুরান্ড লাইনের অন্য পাশে কয়েকটি স্থানে আক্রমণ করেছে, যা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও কার্যক্রম পরিকল্পনার জন্য ব্যবহৃত হচ্ছিলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post