ঘন কুয়াশার কারণে বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে আসতে পারেনি, যার ফলে শতাধিক যাত্রী বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন। তবে দুপুরের পর আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রানওয়ের দৃষ্টিসীমা মাত্র ১০০ মিটারে নেমে আসায় ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। অথচ নিরাপদ অবতরণ ও উড্ডয়নের জন্য কমপক্ষে ২০০০ মিটার দৃষ্টিসীমা প্রয়োজন। তবে কোনো ফ্লাইট এখনো বাতিল হয়নি।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ সকাল ৬টায় সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সকালে ও রাতে ফ্লাইটের শিডিউল মানা কঠিন হয়ে পড়েছে, যা যাত্রীদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, “ঘন কুয়াশার কারণে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ফ্লাইটগুলো অবতরণে বিলম্ব হয়েছে। তবে দুপুরের পর আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।”
বিমান চলাচলে শীতকালে ঘন কুয়াশা একটি সাধারণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ অঞ্চলে প্রায় প্রতিদিনই সকালে ও রাতে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইটের শিডিউল বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
যাত্রীদের অপেক্ষা ও ভোগান্তি কমিয়ে আনতে আবহাওয়ার উন্নতি হলে দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post