জনপ্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর কিছু সরকারি কর্মকর্তার আন্দোলন ও আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে দৃঢ় হয়েছে।
গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। গাজীপুর সিটির আঞ্চলিক কর্মকর্তা সাদিকুর রহমান সজীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে একজন জেলা প্রশাসক (ডিসি), একজন প্রভাবশালী উপদেষ্টার একান্ত সচিব (পিএস), এবং বিআরইবির একজন যুগ্ম সচিবের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
সম্প্রতি এক সমাবেশে অভিযুক্ত ডিসি প্রশাসন ক্যাডারদের দুর্বল করার অভিযোগ তোলেন। অন্যদিকে অভিযুক্ত পিএস সরকারকে প্রকাশ্যে সমালোচনা করে প্রশাসনিক কাঠামো পরিবর্তনের দাবি জানান। সাদিকুর রহমান এবং বিআরইবির যুগ্ম সচিব সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেন, যা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।
সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, চাকরিবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ছাড়া আন্দোলনে উসকানি দেওয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আন্দোলনের ডাক দিয়ে কর্মকর্তারা ৪ জানুয়ারির মহাসমাবেশ বাতিল করলেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চাপ স্পষ্ট। সরকারি কঠোর অবস্থানের ফলে আন্দোলন আপাতত থমকে গেলেও প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
সরকারের এই কঠোর অবস্থান জনপ্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কতটা কার্যকর হয়, তা নিয়ে এখন সবার নজর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post