সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ বোতল বিদেশি মদ এবং একটি ইজিবাইকসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি গ্রামের হোসেন ফিলিং স্টেশনের সামনে একটি ইজিবাইকের গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এসময় ইজিবাইকে থাকা ব্যক্তিদের কাছ থেকে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সেই সাথে ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— ভীম দাস (৪৩), পলাশ চন্দ্র ঢালী (২৫), সৌরভ গোমস্তা (২৪), রাজু আহম্মেদ (২৬), এবং দীলিপ দাস (৫০)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, অভিযানে উদ্ধারকৃত মদ ও ইজিবাইক থানায় রাখা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই ধরনের অভিযান কলারোয়া থানার এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post