বহু বছর ধরেই বাংলাদেশি শ্রমিকদের বড় গন্তব্যের দেশ সৌদি আরব। দেশটিতে গত বছরও সোয়া পাঁচ লাখ কর্মী গেছেন বিভিন্ন কাজ নিয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে এবার সেই সংখ্যা আরও বেড়েছে।
বাংলাদেশের সৌদি দূতাবাস থেকে জানানো হয়েছে তারা এখন প্রতিদিন ৪ থেকে ৬ হাজার ভিসা দিচ্ছেন। ফলে সৌদির শ্রমবাজারে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং শ্রমিকদের কাজ না পাওয়ার ঘটনাও বাড়ছে।
অভিবাসন বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, সৌদি হয়তো সবসময় একই রকম চাহিদায় লোক নেবে না। এক্ষেত্রে একই শ্রমবাজারের দিকে তাকিয়ে না থেকে নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে বাংলাদেশকে।
২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত কাজ নিয়ে বিভিন্ন দেশে গেছেন ১০ লাখ ২ হাজার ৯৮৭ জন কর্মী। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ লাখ ৪১ হাজার ৬৯৮ জনই গেছেন সৌদি আরবে। যা মোট জনশক্তি রপ্তানির ৫৯ দশমিক ৭৭ শতাংশ।
এরপরে দ্বিতীয় জনশক্তি রপ্তানি হয়েছে মালয়েশিয়ায় ৯৩ হাজার ৩৫৬ জন। যা মোট জনশক্তি রপ্তানির ১০ দশমিক ৪২ শতাংশ। এই সংখ্যক কর্মীর মধ্যে নারী কর্মী পাঠানো গেছে ৫৪ হাজার ৬৯৬ জন।
মাসের হিসেবে এবছর জানুয়ারি মাসে বিভিন্ন দেশে কর্মী গেছে ৮৭ হাজার ৮৫২ জন, ফেব্রুয়ারিতে ৭৪ হাজার ৩০৬ জন, মার্চে ৭৪ হাজার ৬৭৯ জন, এপ্রিলে ৮৫ হাজার ৪০০ জন, মে-তে ১ লাখ ৩১ হাজার ৬৯৬ জন, জুনে ৫৫ হাজার ৪৫ জন, জুলাইয়ে ৭১ হাজার ৪৪১ জন, আগস্টে ৫৩ হাজার ৪৬২ জন, সেপ্টেম্বরে ৬৪ হাজার ৬৭৭ জন, অক্টোবরে ১ লাখ ৪ হাজার ৮১০ জন আর নভেম্বরে গেছে ১ লাখ ২ হাজার ৯৮৭ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post