মাস্কট: ওমানে আগামীকাল, ১ জানুয়ারি থেকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। একটি হলো বিদ্যুৎ বিলের নতুন হার নির্ধারণ এবং অন্যটি হলো কিছু পুরানো মুদ্রা বাতিল হওয়া।
বিদ্যুৎ বিল: দেশটির অথরিটি ফর পাবলিক সার্ভিসেস রেগুলেশন (APSR) জানিয়েছে, আবাসিক, বাণিজ্যিক এবং কৃষি খাতের জন্য বিদ্যুৎ বিলের নতুন হার নির্ধারিত হয়েছে। এই নতুন হারে আবাসিক খাতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
উদাহরণস্বরূপ, একজন প্রবাসী ৪ হাজার কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে প্রতি ইউনিটের জন্য ১৪ পয়সা হারে বিল পরিশোধ করতে পারবেন।
মুদ্রা: ওমান কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২০ সালের ষষ্ঠ অনুমোদনের আগে ছাপা হওয়া সব মুদ্রা আগামীকাল থেকে বাতিল হয়ে যাবে।
এর মধ্যে রয়েছে ১৯৯৫ সালের পঞ্চম ইস্যু, ২০০০ সালের আপগ্রেডেড ইস্যু ইত্যাদি। গত বছরের জানুয়ারি থেকেই ব্যাংকগুলোকে এই পুরানো নোট বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
জনগণের উপর প্রভাব: বিদ্যুৎ বিলের নতুন হার এবং পুরানো মুদ্রা বাতিল হওয়ার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে, সরকারের পক্ষ থেকে এই পরিবর্তনগুলোকে জনস্বার্থে বলে দাবি করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post