পাকিস্তানের হায়দরাবাদে বিয়ের অনুষ্ঠানে বিলাসিতা নতুন এক মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কনের বাড়ির উপর দিয়ে উড়ে যাওয়া একটি বিমান থেকে বরপক্ষের তরফে লাখ লাখ টাকা ছড়ানো হচ্ছে। এ ঘটনা রীতিমতো বিস্ময় এবং সমালোচনার ঝড় তুলেছে।
জানা যায়, কন্যার বাবার অনুরোধে বরপক্ষ বিয়েকে স্মরণীয় করতে একটি বিমান ভাড়া করে। বিমানটিতে টাকা বোঝাই করে বরপক্ষ কনেপক্ষের বাড়ির উপরে এসে টাকার বৃষ্টি করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমান থেকে একাধিকবার টাকা ছড়িয়ে দিয়ে ফিরে যায় সেটি।
دلہن کے ابو کی فرماٸش۔۔۔😛
دولہے کے باپ نے بیٹے کی شادی پر کراٸے کا جہاز لےکر دلہن کے گھر کے اوپر سے کروڑوں روپے نچھاور کر دیٸےاب لگتا ہے دُولھا ساری زندگی باپ کا قرضہ ہی اتارتا رہیگا pic.twitter.com/9PqKUNhv6F
— 𝔸𝕞𝕒𝕝𝕢𝕒 (@amalqa_) December 24, 2024
বিয়ের এই আয়োজনের ভিডিও সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই একে অপ্রয়োজনীয় বিলাসিতা এবং দুঃসাহসিক প্রদর্শনী বলে অভিহিত করেছেন। কেউ কেউ পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে এ ঘটনাকে তুলনা করে ব্যঙ্গ করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “পাকিস্তানের মতো একটি ঋণগ্রস্ত দেশে এ ধরনের কর্মকাণ্ড হাস্যকর। এখন বুঝতে পারছি কেন দেশটি অর্থনৈতিকভাবে সংকটে রয়েছে।” আরেকজনের মন্তব্য, “পাকিস্তানের সারা বছরের বাজেট উড়িয়ে দিল তারা।”
কেউ কেউ এ ঘটনাকে কটাক্ষ করে বলেছেন, “কনের কথা ভুলে যান, এই টাকার বৃষ্টিতে তাদের প্রতিবেশীরাই হয়তো এখন সবচেয়ে বেশি আনন্দিত।”
বিয়ের অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত খরচ ও প্রদর্শনী নিয়ে বিশ্বজুড়েই আলোচনা হয়। তবে হায়দরাবাদের এই ঘটনাটি বরপক্ষের বিলাসিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সমালোচকদের মতে, এমন কাজ সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অপ্রাসঙ্গিক এবং অসম্মানজনক।
এই অদ্ভুত ঘটনাটি শুধুমাত্র পাকিস্তানের নয়, বরং সারা বিশ্বের মানুষকে বিলাসিতার সীমা নিয়ে ভাবার সুযোগ করে দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post