চলতি বছরজুড়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীরা। গত বছরের নভেম্বরে শুরু হওয়া রিক্যালিব্রেশন কর্মসূচির আওতায় তারা এই সুযোগ পাবেন। যদিও এই সুযোগের মেয়াদ ছিল গত জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত। কিন্তু দেশটির অভিবাসন বিভাগ এই সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নেয়। তবে ইমিগ্রেশন ওয়েভের তথ্য মতে এই মেয়াদ বাড়ানো হয়েছে বলা হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি।
গত বছর নভেম্বরে জারি করা অবৈধ প্রবাসী কর্মীদের রিক্যালিব্রেশন নামে থ্রি-ডি সেক্টরে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করে মালয়েশিয়া। পরে চলতি বছরের ২২ এপ্রিল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন ও মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের যৌথ এক সংবাদ সম্মেলনে জানান, থ্রি-ডি সেক্টরের পাশাপাশি সার্ভিস সেক্টরেও এই কর্মসূচির আওতায় প্রবাসী কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এই সুযোগের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে পহেলা জুলাই ইমিগ্রেশনের ওয়েভের তথ্য মতে এই মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ানোর বিষয়টি মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার নিশ্চিত করেছেন ।
কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ https://www.probashtime.net/quiz-sultan/
দেশটিতে রিক্যালিব্রেশ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ২ লাখেরও বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন। যার মধ্য প্রায় ১ লাখ ১০ হাজার প্রবাসী নিজেদের বৈধতা নিতে আবেদন করেছেন। বাকি ৯০ হাজার অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত যাবার জন্য নিবন্ধিত হয়েছেন। চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামে
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মালয়েশিয়া ইমিগ্রেশনের কার্যক্রম অনেকটাই ধীরগতির কারণে অনেক প্রবাসী রেজিস্ট্রেশন বা ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ভিসা হাতে পায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post