ভারতের রাজস্থানে বৈদ্যুতিক গাড়ি নিয়ে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কুচামন পৌরসভার বিরোধীদলীয় নেতা অনিল সিংহ মেদতিয়ার বৈদ্যুতিক গাড়ি বারবার সমস্যার মুখে পড়ায় শেষমেশ গরুর সাহায্যে সেটি টেনে নিয়ে যেতে হয়।
সম্প্রতি কুচামন শহরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, অনিল সিংহ মেদতিয়া ২০২৩ সালে একটি বিদ্যুৎচালিত গাড়ি কিনেছিলেন। তবে গাড়ির ব্যাটারি প্রায়ই মাঝপথে ফুরিয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েন। স্থানীয় সূত্র মতে, এটি নিয়ে তিনি এখন পর্যন্ত ১৬ বার মেরামতের কাজ করিয়েছেন, কিন্তু সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।
आज डीडवाना में कुचामन नगर परिषद के प्रतिपक्ष नेताजी की इलेक्ट्रिक कार 🚗 ने जब रास्ते में धोखा दिया, तब बैलों ने जिम्मेदारी संभाली..!!
टेक्नोलॉजी और नागौरी बैलों का ऐसा अनोखा जुगाड़ सिर्फ राजस्थान में 🚗+🐂 = 💡 @8PMnoCM #Rajasthan #Didwana #Kuchaman #Nagaur @arvindchotia pic.twitter.com/jJ0F6oiF4A
— Vinod Bhojak (@VinoBhojak) December 28, 2024
সর্বশেষ ঘটনাটি ঘটে কয়েকদিন আগে, যখন গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এবং রাস্তায় থেমে যায়। উপায় না দেখে তিনি গাড়ির সামনে দড়ি বেঁধে দু’টি গরুর সাহায্যে সেটি টেনে নিয়ে যান। এ সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, অনিল সিংহের বৈদ্যুতিক গাড়ি গরু দিয়ে টানা হচ্ছে। এটি পোস্ট করেছেন এক্স ব্যবহারকারী বিনোদ ভোজক। ভিডিওতে কেউ মন্তব্য করেছেন, “শেষমেশ গরু দু’টিই বাঁচাল।” আবার আরেকজন মজা করে লিখেছেন, “এ তো আধুনিক গরুর গাড়ি!”
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনিলের বিদ্যুৎচালিত গাড়ি মাঝপথে বারবার থেমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। এর ফলে তিনি নিয়মিতই নানা বিড়ম্বনার শিকার হন।
যদিও ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এই ঘটনা ইলেকট্রিক গাড়ির কার্যকারিতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post