বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী নিজেই আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রবাসীর স্ত্রী বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত তুহিন তাকে নানাভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে সন্তানদের ক্ষতির হুমকি দেন তিনি। গত ২৯ নভেম্বর রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রসহ ওই নারীর ঘরে ঢুকে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
পরবর্তীতে, ১৬ ডিসেম্বর স্বামী বিদেশ থেকে ফিরে এলে ভুক্তভোগী পুরো ঘটনাটি তাকে জানান। আব্দুস সবুর তুহিন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আদমদীঘির নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের বাসিন্দা।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, “ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
অভিযুক্ত তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post