সৌদি আরবে এমরান হোসেন রোকন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে দাম্মাম শহরের কাতিব আবামিয়া এলাকায় নিজ বাসায় স্ট্রোক করে তিনি মারা যান।
একইদিন দেশটিতে সড়ক দুর্ঘটনার ২০ দিন পর চিকিৎসারত অবস্থায় সফিউল্লাহ লিটন মোল্লা নামে ফরিদগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জে। আর রোকন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।
নিহতের মামা রেদোয়ান হোসেন হৃদয় জানান, এমরান হোসেন রোকন প্রায় সাড়ে ৩ বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান। রবিবার বিকেলে রোকনের ভগ্নিপতি মো. শরীফ দাম্মান থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রয়েছে। বাড়িতে তার স্ত্রী, এক ছেলেও মা-বাবা রয়েছে। রোকনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রোকনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়েছে তার পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post