রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিনের পরিচয়পত্র গ্রহণকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। একইসঙ্গে ভিসা প্রক্রিয়া সহজীকরণেও উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন তিনি।
রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সহযোগিতা দিন দিন প্রসারিত হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সহায়তার প্রশংসা করে রাষ্ট্রপতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে রাশিয়ার কূটনৈতিক চাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে গম ও সারসহ কৃষি উপকরণ আমদানি করছে। এ খাতে দুই দেশ যৌথভাবে কাজ করলে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।
এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-রাশিয়া সম্পর্ককে আরও গভীর এবং সমৃদ্ধ করার লক্ষ্যে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post