ওমানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯ জন এবং মারা গিয়েছেন ৪৪ জন।এমওএইচ তথ্য অনুসারে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৮ হাজার৫৪৫ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুই লাখ ৩৪ হাজার ৮৬১ জন এবং মোট মৃতের সংখ্যা তিন হাজার ১০০।
করোনা মহামারি প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি দেশের সকল নাগরিককে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সামাজিক দূরত্বসহ সকল নির্দেশাবলী মেনে চলার নির্দেশ দেয়।
সুলতান কাবুস কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ http://probashtime.net/sultan-khabus/
এদিকে, করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আট হাজার ৮২২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ১৩ হাজার ২৫৮ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫০৩ জনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post