সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ অনুপ্রবেশের সময় আমদানি নিষিদ্ধ ওষুধসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম ডাব্বর লাং (২৬)। তিনি ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, রোববার রাতে সংগ্রামপুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় ডাব্বর লাং নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম এডানক পাউডার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মেডিসিন গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post