চীন তার সামরিক প্রযুক্তি উন্নয়নের উচ্চাভিলাষ ও সক্ষমতার আরও একটি নিদর্শন উপস্থাপন করেছে। সম্প্রতি মাও জেদংয়ের জন্মদিন উপলক্ষে চেংডুর আকাশে একটি ত্রিভুজাকৃতি অদ্ভুত বিমান উড়তে দেখা যায়। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি চীনের সম্ভাব্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, যা বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোর জন্যও একটি চ্যালেঞ্জ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বিমানের ছবি ও ভিডিও নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। তবে বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা বিবৃতি দেয়নি।
অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে, এটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, যা স্টেলথ প্রযুক্তি, উন্নত ইঞ্জিন, এবং রাডার এড়ানোর ক্ষমতায় অসামান্য। এই যুদ্ধবিমান তৈরির নেপথ্যে চেংডু অ্যারোস্পেস কর্পোরেশনের ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিমানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর তিনটি ইঞ্জিন, যা এখনো কোনো দেশে তৈরি হয়নি। পশ্চিমা বিশেষজ্ঞরাও একে নতুন যুগের সামরিক প্রযুক্তির প্রতীক হিসেবে দেখছেন। চীনের ন্যান্টিয়ানমেন প্রকল্পের অধীনে দীর্ঘদিন ধরেই স্টেলথ ফাইটার জেট নিয়ে কাজ চলছে, যার ফলশ্রুতিতে এই যুদ্ধবিমান তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি গুয়াংডং প্রদেশে আয়োজিত এয়ার শোতে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার প্লেন “হোয়াইট এম্পারার” প্রদর্শন করেছে। চীনের দাবি অনুযায়ী, এটি বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান।
🚨🇨🇳 CHINA’S 6TH-GEN FIGHTER JET TAKES FLIGHT—WEST, WATCH OUT
China’s sixth-gen stealth fighter reportedly took its first flight, escorted by a J-20 Mighty Dragon.
If true, China joins the U.S. in the elite club—though the B-21 Raider (a bomber, not a fighter) feels like a… pic.twitter.com/Enf1afxszo
— Mario Nawfal (@MarioNawfal) December 26, 2024
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই বিমান তৈরি করেছে, যা উন্নত স্টেলথ প্রযুক্তির কারণে কোনো রাডারে শনাক্ত করা সম্ভব নয়।
এই যুদ্ধবিমান উন্মোচনের মাধ্যমে চীন তাদের সামরিক সক্ষমতার একটি শক্তিশালী বার্তা দিয়েছে। পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এটিকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
সামরিক প্রযুক্তির এই উন্নয়ন চীনের বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার উচ্চাভিলাষকে আরও দৃঢ় করেছে। বিশ্ব এখন নজর রাখছে, চীনের এই নতুন উদ্ভাবন সামরিক ভারসাম্যে কী প্রভাব ফেলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post