ভারতের কলকাতার বিতর্কিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের একটি টকশোতে বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব মো. তারেক রহমানের মন্তব্য সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
টকশোতে একপর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গে ময়ূখ রঞ্জন বলেন, “শেখ হাসিনাকে দেবো না আমরা!” এ কথার জবাবে হাস্যরসের সুরে তারেক রহমান বলেন, “তাহলে মোদীর সাথে শেখ হাসিনাকে বিয়ে দিয়ে দেন!” উপস্থিত দর্শক ও টকশোর প্যানেল সদস্যরা তার এই মন্তব্যে হতবাক হয়ে পড়েন, আর ময়ূখ রঞ্জনের মুখে অসহায়তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
টকশোতে ময়ূখ রঞ্জন বাংলাদেশ নিয়ে তার স্বভাবসুলভ বিতর্কিত মন্তব্য করলে তারেক রহমান কড়া জবাব দেন। তিনি বলেন, “আমাদের বাংলাদেশ আমরাই চালাব। ভারত আগে নিজেদের টয়লেটের সমস্যা সমাধান করুক। যারা নিজেদের টয়লেট সমস্যাই মেটাতে পারে না, তারা কেন বাংলাদেশে নাক গলায়?”
উল্লেখ্য, ময়ূখ রঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে বাংলাদেশবিরোধী বক্তব্যের জন্য সমালোচিত। তার টকশোগুলোতেও অনেক সময় অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উঠে আসে, যা তাকে বিতর্কের কেন্দ্রে রেখেছে।
এই ঘটনার পর ময়ূখ রঞ্জন আবারও সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন। নেটিজেনরা কেউ তারেক রহমানের বক্তব্যকে সমর্থন করছেন, কেউবা এর সমালোচনা করছেন, তবে পুরো বিষয়টি নতুন করে বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি স্পর্শকাতর আলোচনায় রূপ নিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post