ভয়াবহ মাদক চোরাচালানের বেশ কয়েকটি বড় চেষ্টা আটকে দিয়েছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। এরমধ্যে সর্বশেষ সুয়েইখ পোর্টে একটি বড় চালান আটকে দেওয়ার ঘটনা ব্যাপক সাড়া ফেলেছে।
ফার্নিচার শিপমেন্টের নামে প্রায় ১৮ লাখ ক্যাপটাগন পিলস চোরাচালানের চেষ্টা করছিলো চক্র। ভিডিওতে দেখা গেছে, সোফা এবং অন্যান্য ফার্নিচার উপকরণের মধ্যে বিশেষ কায়দায় ট্যাবলেটগুলো লুকানো ছিলো।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও কয়েকটি চোরাচালানের তথ্য দিয়েছে। তারা জানায়, বিমানবন্দর ও সীমান্তে বিভিন্ন দেশ থেকে আসা আরও চারটি মাদক প্যাকেট জব্দ করা হয়েছে। এতে লুকানো ছিল বিপুল পরিমাণ গাঁজা, নিষিদ্ধ পিল ও অন্যান্য মাদকদ্রব্য।
জব্দ হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৫০ গ্রাম গাঁজা, ৩৭,০০০ লিরিকা ক্যাপসুল, ৭৮০ মাদক ক্যাপসুল এবং ৭.৫ কেজি হাশিশ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ১,২০০ ট্রামাডল পিল এবং ২১০ গ্রাম গাঁজা চোরাচালানের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।
جمارك الكويت : ضبط مايقارب 1.8 مليون حبة كبتاجون مخبأة بحاوية 40 قدم في جمارك ميناء الشويخ
التفاصيل :https://t.co/sjef2gmaAI#جمارك_الكويت #جمارك_الشويخ #ميناء_الشويخ pic.twitter.com/5VpPu24Cv1
— جمارك الكويت (@customsgovkw) December 26, 2024
একই সময়ে আল-নুওয়াইসিব সীমান্তে একজন ব্যক্তি গাড়ির ডিকিতে লুকিয়ে কুয়েতে প্রবেশের চেষ্টা করার সময় আটক হন। সংশ্লিষ্ট সব মাদক এবং আটককৃত ব্যক্তিদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদক চোরাচালান প্রতিরোধে আরও সজাগ এবং তৎপর থাকার প্রতিশ্রুতি দিয়েছে কুয়েতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post