দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া মর্মান্তিক এয়ারলাইন্স দুর্ঘটনায় ১৭৯ জনের প্রাণহানির ঘটনায় মাথা নুইয়ে ক্ষমা চেয়েছেন জেজু এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিম ই-বে ও শীর্ষ কর্মকর্তারা। রোববার সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কিম ই-বে উপস্থিত থেকে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।
জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় এই ফ্লাইটটি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি রানওয়েতে অবতরণ করার সময় অস্বাভাবিক গতিতে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তার ল্যান্ডিং গিয়ার কার্যকর না হওয়ায় সেটি রানওয়ের শেষ প্রান্তে একটি প্রাচীরে প্রচণ্ড গতিতে আঘাত হানে।
এর ফলে উড়োজাহাজের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মাত্র দুইজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, অবতরণের সময় পাখির আঘাতে উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেজু এয়ার জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এই মর্মান্তিক ঘটনায় তারা আন্তরিকভাবে দুঃখিত।
সিউলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইও কিম ই-বে বলেন, “এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। উড়োজাহাজটির পূর্বে কোনও দুর্ঘটনার রেকর্ড নেই এবং এতে যান্ত্রিক ত্রুটির কোনও পূর্বলক্ষণও পাওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করছি।”
জেজু এয়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। সংস্থাটি দুর্ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মানের পদক্ষেপ গ্রহণ করারও অঙ্গীকার করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post