যুক্তরাজ্যে আইন ভঙ্গের অভিযোগে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং দেশটির পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি সম্পত্তি থেকে ভাড়া আয় এক বছরের বেশি সময় ধরে অপ্রদর্শিত রাখার অভিযোগ রয়েছে। এ জন্য তাকে ১০ হাজার ইউরো জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে।
২০১৮ সালে লন্ডনের একটি ফ্ল্যাট কিনে সেটি ভাড়া দিতে শুরু করেন টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিস পার্সি। তবে এই আয় ১৪ মাসেরও বেশি সময় ধরে সঠিকভাবে ঘোষণা করেননি তিনি। যুক্তরাজ্যের পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার এই তদন্ত শুরু করে এবং এতে টিউলিপ সিদ্দিকের সংসদীয় নিয়ম ভঙ্গের বিষয়টি উঠে আসে।
এছাড়া, তার ভাড়া দেওয়া সম্পত্তির জন্য প্রয়োজনীয় এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট (ইপিসি) নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। লন্ডনের ওই সম্পত্তিতে মেয়াদোত্তীর্ণ ইপিসি পাওয়া যায়নি। তবে সেন্ট্রাল লন্ডনে তার অন্য একটি সম্পত্তির বৈধ ইপিসি রয়েছে বলে জানা গেছে।
যুক্তরাজ্যে ভাড়া দেওয়া বাড়ির মালিকরা ইপিসি নিয়ম অনুসরণ না করলে ১০ হাজার থেকে ২ লাখ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।
অন্যদিকে, টিউলিপ সিদ্দিকের নাম বাংলাদেশে ৩.৯ বিলিয়ন পাউন্ড (৫৯ হাজার কোটি টাকা) আত্মসাতের অভিযোগের তদন্তেও উঠে এসেছে। অভিযোগ করা হয়েছে, তিনি ২০১৩ সালে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যার মাধ্যমে তার পরিবার এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিক এখন নিজেই দুর্নীতির অভিযোগে আইনি পদক্ষেপের মুখোমুখি হচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post