বিদেশগামী ও হজ-ওমরাহ যাত্রীদের জন্য সুখবর নিয়ে এসেছে কাস্টমস। ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে নতুন সেবা, ‘ফার্স্ট ট্র্যাক সার্ভিস’। এই উদ্যোগের মাধ্যমে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত শুল্কারোপযোগ্য পণ্য তাৎক্ষণিক শুল্ক পরিশোধ করে খালাস করার সুযোগ পাবেন যাত্রীরা।
নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত মালামাল বহন করা যাত্রীরা বিমানবন্দরেই শুল্ক পরিশোধ করে পণ্য সংগ্রহ করতে পারবেন। যদি শুল্ক পরিশোধে কোনো অসুবিধা হয়, তাহলে যাত্রীরা ২১ দিনের মধ্যে শুল্ক প্রদান করে পণ্য ছাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন। আগের মতো মালামাল আটক হয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার ভোগান্তি আর পোহাতে হবে না।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আল আমীন জানিয়েছেন, “এই সেবার ফলে যাত্রীরা দালালদের প্রতারণা থেকে রক্ষা পাবেন। দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় শুল্ক পরিশোধ করতে পারবেন। এটি প্রবাসী এবং সাধারণ যাত্রীদের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।”
ব্যবসায়ীরাও এই নতুন সেবাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন প্রক্রিয়ায় সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় হবে। বিশেষ করে কসমেটিকস, পারফিউম, বেবিফুড এবং মোবাইল ফোনের মতো পণ্য সহজেই আমদানি করা যাবে।
ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম বলেন, “আমাদের লক্ষ্য যাত্রীসেবা বাড়ানো এবং প্রক্রিয়াকে আরও সহজ করা। নতুন এই উদ্যোগ যাত্রীদের ভোগান্তি কমাবে এবং রাজস্ব আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। এটি সেবামূলক ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post