ভারতের মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় স্বামী সুনিরাম কিস্কুর চড়ে ১৬ বছরের স্ত্রী রিমোলা হেমব্রমের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধান কাটার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবগ্রামে ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন সুনিরাম ও রিমোলা। কাজের ফাঁকে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাগের বশে স্বামী রিমোলার গালে সপাটে একটি চড় দেন। সঙ্গে সঙ্গে রিমোলা মাটিতে লুটিয়ে পড়েন এবং আর জ্ঞান ফেরেনি।
ঘটনার পর সুনিরাম অনেক চেষ্টা করেও স্ত্রীকে জাগাতে ব্যর্থ হন। স্থানীয়দের সহায়তায় রিমোলাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সুনিরাম স্বীকার করেছেন যে, রাগের মুহূর্তে স্ত্রীকে চড় মারেন। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সুনিরামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। অনেকেই এই মর্মান্তিক ঘটনাকে অতি রাগের কুফল হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post