ইউটিউব এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে বিভ্রান্তিকর ক্লিকবেট কনটেন্টের বিরুদ্ধে। হেডলাইন ও থাম্বনেলে চমকপ্রদ উপস্থাপনা, কিন্তু কনটেন্টে কোনো তথ্যের গভীরতা নেই—এ ধরনের ভিডিওর দিন শেষ হতে চলেছে। আগামী মাস থেকেই এ ধরনের কনটেন্ট সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে ইউটিউব।
ইউটিউবের বক্তব্য অনুযায়ী, ভারতে অনেক কনটেন্ট ক্রিয়েটর আকর্ষণীয় হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করেন। এই ভিডিওগুলোতে হেডলাইন ও থাম্বনেলে দেওয়া প্রতিশ্রুতির কোনো মিল থাকে না। ফলস্বরূপ, দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের আশায় ক্লিক করে হতাশ হয়ে ফিরে যান।
দর্শকদের এমনভাবে বোকা বানানোর প্রবণতা বন্ধ করতে এবার নতুন নীতি আনছে ইউটিউব। এসব বিভ্রান্তিকর কনটেন্ট সরিয়ে দেওয়া হবে, এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও কঠোর নিয়ম চালু করা হবে।
ক্লিকবেট কনটেন্ট কী?
ক্লিকবেট হলো এমন কনটেন্ট, যা কেবল হেডলাইন বা থাম্বনেলের মাধ্যমে মানুষের কৌতূহল বাড়িয়ে ক্লিক করায়। কিন্তু মূল ভিডিওতে সেই তথ্যের কোনো ভিত্তি থাকে না। উদাহরণস্বরূপ, একটি কনটেন্টের শিরোনামে জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করা হলো, অথচ ভিডিওতে একটি অপরাধী ‘অমিতাভ’ নামক ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়।
ইউটিউবের মতে, এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট দর্শকদের সঙ্গে প্রতারণার শামিল। তাই এসব বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইউটিউব।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post