বরিশালের গৌরনদী উপজেলায় দুই উপসহকারী কৃষি কর্মকর্তা অনৈতিক কর্মকাণ্ডের সময় জনতার হাতে ধরা পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা হলেন দীপঙ্কর বাড়ৈ এবং প্রিয়াংকা ভক্ত, যারা গৌরনদী উপজেলা কৃষি অফিসে কর্মরত।
ঘটনাটি ঘটে ২৬ ডিসেম্বর ভোররাতে দক্ষিণ বিজয়পুর এলাকার একটি ভাড়া বাসায়। স্থানীয়দের অভিযোগ, দীপঙ্কর বাড়ৈ তার ভাড়া বাসায় সহকর্মী প্রিয়াংকা ভক্তকে ডেকে নিয়ে যান। এ সময় তাদের অনৈতিক অবস্থায় দেখে স্থানীয়রা তাদের আটক করেন। তবে কৌশলে পালিয়ে যান দীপঙ্কর, আর প্রিয়াংকা বিয়ের দাবিতে ওই বাসায় অবস্থান নেন।
প্রিয়াংকা ভক্ত জানান, দীপঙ্করের সঙ্গে তার এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি আরও দাবি করেন, দীপঙ্কর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করেছেন। ঘটনার রাতে দীপঙ্করের স্ত্রী বাইরে থাকায়, তাকে বাসায় আমন্ত্রণ জানানো হয়। তবে স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করেন।
অভিযোগ অস্বীকার করে দীপঙ্কর বাড়ৈ বলেন, তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক সাগর গোমেজ জানান, দীপঙ্করকে একজন নারীর সঙ্গে আটক করা হলেও তিনি পালিয়ে যান। পরে ওই নারী বিকেলের দিকে বাসা ছেড়ে চলে যান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post