ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পাদাংসিডিমপুয়ান শহরের একটি বাড়ি থেকে মানবপাচার চক্রের হাত থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ অভিযানে একটি দম্পতিকে আটক করা হয়েছে, যারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত।
ইন্দোনেশিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম সিন্ডো নিউজ জানিয়েছে, আটক দম্পতি বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে আসেন। মালয়েশিয়া থেকে জলপথে মালাক্কা প্রণালী পেরিয়ে এই বাংলাদেশিদের ইন্দোনেশিয়ার পাদাংসিডিমপুয়ানের জালান মাওয়ার এলাকার একটি বাড়িতে রাখা হয়।
সেখানে তাদের আটকে রেখে প্রত্যেকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পাচারকারীদের দাবি ছিল, মুক্তিপণের টাকা পরিশোধ করা হলে তাদের মালয়েশিয়ায় ফিরিয়ে পাঠানো হবে।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ১২ বাংলাদেশিকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী নিরাপত্তা ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
আটক দম্পতির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়েছে। দেশটির এই আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের একটি এজেন্সি এই প্রলোভন দিয়ে তাদের মালয়েশিয়া পাঠায়। এরপর পাচারকারীরা কৌশলে তাদের ইন্দোনেশিয়া নিয়ে আসে।
এ ঘটনা মানবপাচারের ভয়াবহ চিত্র তুলে ধরে। বৈধ পথে কাজ বা ভ্রমণের জন্য বিদেশ যাওয়ার আগে সতর্ক থাকা এবং কোনো ধরনের অবৈধ দালালের প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরণের মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সক্রিয় সহযোগিতা জরুরি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post