ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত।
দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যর্পণের অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ কোনো অনুরোধ কার্যকর করা সম্ভব নয়। পাশাপাশি, শেখ হাসিনার ভূমিকাও ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চরমপন্থা দমন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের স্বার্থে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ভারতীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবে না ভারত। বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করতে আরও সময় প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারতের প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পাঠাতে পারে। অন্যদিকে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে।
প্রতিবেদনে ভারতের ঐতিহ্যগত অতিথি সংবর্ধনার উদাহরণ হিসেবে দালাই লামার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। এ ধরনের জটিল রাজনৈতিক ইস্যুতে ভারতের সাবধানী অবস্থান বজায় রাখা হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু অত্যন্ত সংবেদনশীল ও সময়সাপেক্ষ বলে ধারণা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post