সৌদি আরবে প্রবাসীদের জন্য দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ ছিল দেশটির কঠোর ব্যবসায়িক আইন। আগে প্রবাসীরা নিজেদের সম্পদ ব্যবহার করলেও, আইনগতভাবে তা পরিচালনার জন্য সৌদি নাগরিকদের ওপর নির্ভর করতে হতো। এতে অসাধু নাগরিকরা সুযোগ নিয়ে অনেক প্রবাসীর ব্যবসা দখল করে নিতো। এমনকি আইনের আশ্রয় নেওয়ার সুযোগও পেতেন না প্রবাসীরা।
এ সমস্যা সমাধানে সৌদি সরকার এখন একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ‘ভিশন ২০৩০’-এর আওতায় প্রবাসীদের জন্য ব্যবসায়িক স্বাধীনতার নতুন সুযোগ উন্মোচিত হয়েছে। এখন থেকে প্রবাসীরা নিজেদের নামে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং আইনগত সুরক্ষা পাবেন।
সৌদি সরকারের এই উদ্যোগ মূলত বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের জন্য বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আইনি পরিবর্তনের ফলে সৌদিতে কাজের পরিবেশ উন্নত হয়েছে। এই পদক্ষেপ সৌদি আরবের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বজুড়ে অভিবাসীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ‘ভিশন ২০৩০’-এর অধীনে গ্রিন সৌদি উদ্যোগ, মেগা প্রকল্প, এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এ সকল উদ্যোগ দেশটির আর্থিক ও সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনবে।
এই পরিবর্তন শুধু সৌদি আরবের জন্য নয়, বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post