বাগেরহাটে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী শেখ শহিদুল ইসলাম সোহাগ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রবাসীর বৃদ্ধ পিতা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুস সালাম শেখ, মাতা তাসলিমা বেগম এবং স্ত্রী তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে প্রবাসী শেখ শহিদুল ইসলাম সোহাগ জানান, তিনি দীর্ঘ ১২ বছর ধরে প্রবাসে থাকছেন। প্রবাসে থাকার সময় তার বাড়িতে একাধিকবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তিনি আরও জানান, তার একমাত্র বোন নওশিন পুরবী ডালিয়া হাড়িখালি গ্রামে দুই সন্তানসহ বসবাস করতেন। তবে তার ভগ্নিপতি রিয়াদ মোরশেদ রাসেল বাড়িটি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং একটি মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে তাকে জেলে পাঠানো হয়।
প্রবাসী সোহাগ অভিযোগ করেন, গত ১৭ ডিসেম্বর তার ভগ্নিপতি রাসেল তার বোনের দুই পুত্র সন্তানকে জোরপূর্বক নিয়ে যান। সন্তানদের মায়ের অনুপস্থিতিতে তাদের শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হচ্ছে এবং পড়াশোনাও বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার ভগ্নিপতি রাসেল এবং তার সহযোগীরা দুইটি মোটরসাইকেলে তার বসতবাড়িতে প্রবেশ করে। তারা তার পিতা আব্দুস সালাম শেখকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ভীত হয়ে তার মা ৯৯৯-এ ফোন করলে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
সংবাদ সম্মেলনে শেখ শহিদুল ইসলাম সোহাগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
তিনি তার বোনের মুক্তি, সন্তানদের সুরক্ষা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post