এক সৌদি প্রবাসীর কাছ থেকে পাঁচ লাখ টাকা এবং প্রতিমাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছেন এক সন্ত্রাসী। সেই অর্থ না পেয়ে বাগান থেকে আড়াইশ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, ভুক্তভোগী প্রবাসীর পরিবার তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী প্রবাসীর ছোট ভাই মোহাম্মদ তোয়াছিন জানান, তাঁর ভাই হাফেজ মোহাম্মদ জমির উদ্দিন দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। দেশে তিনি ২০০৬ সালে এলাকায় জমি কিনে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।
সম্প্রতি স্থানীয় আবদুল্লাহ তাঁর ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা এবং প্রতিমাসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাগান থেকে আড়াইশ গাছ কেটে নেওয়া হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবদুল্লাহ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post