চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ কেজি ৩৩০ গ্রাম (২০টি বার) স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দারা যৌথভাবে অভিযান চালিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এ তল্লাশি চালান।
স্বর্ণগুলো বিমানের ৯-জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকানো ছিল।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩০ গ্রাম (২৪ ক্যারেট), বাজারমূল্য প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা। এটি বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কায়দায় আনা এসব স্বর্ণ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত হবে। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post