সন্তানদের দত্তক নিয়ে বছরের পর ধর্ষণ। বিস্ফোরক অভিযোগ উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের এক সমকামী যুগলের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত যুগল এমনভাবে থাকতেন যেন সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন তারা। কিন্তু বাস্তবে ঘটনা ছিল অন্য। বিভিন্ন ভাবে অত্যাচার চালানো হত দুই সন্তানের ওপর এমনকি সেই ভিডিও রেকর্ড করা হত। ওই যুগল নিজেদের আমোদ প্রমোদের জন্য মাঝেমধ্যে ডেকে নিয়ে আসতেন তাদের বন্ধুদেরও।
বিস্ফোরক এই অভিযোগ সামনে আসার পর ওই যুগলকে ১০০ বছরের জেলের শাস্তি দিয়েছে আমেরিকার এক আদালত। জেলা আইনজীবী ব়্যান্ডি ম্যাকগিনলে জানিয়েছেন, ‘অপরাধ যতই বড় হোক না কেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, ন্যায়বিচারের জন্য যারা লড়াই করছেন তারাই সবসময় এগিয়ে থাকেন।
গত দুই বছরে দুই তরুণ শিকারের কাছ থেকে আমি যে সংকল্প দেখেছি তা সত্যিই অনুপ্রেরণাদায়ক’। ঘটনাটি প্রথম সামনে আসে ২০২২ সালে। যৌন নির্যাতনের একটি রিপোর্ট সামনে আসে ওয়ালটন কাউন্টি পুলিশের কাছে।
সেই সূত্রেই সামনে আসে জাচারি জুলক নামে এক ব্যক্তির নাম। তদন্ত আরও এগোলে পুলিশ জানতে পারে জ্যাচারি জুলক এবং উইলিয়াম ডেল জুলক নামে ওই সমকামী যুগলের কথা। এক রিপোর্টে বলা হয়েছে, ওই যুবক তাদের দত্তক নেওয়া সন্তানদের ওপর যৌন নির্যাতন চালাচ্ছেন যাদের বয়স ১২ বছর এবং ১০ বছর। এমনকি, বন্ধুদেরও মেসেজ করে, নোংরা ভিডিও পাঠিয়ে আমন্ত্রণ জানাতেন। ২০২২ সালেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক মামলা দায়ের করে ১০০ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে ওই সমকামী দম্পতিকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post