বগুড়ায় এক নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দিয়ে বাড়ির বারান্দায় চিরকুট ফেলে গেছে কে বা কাহারা। সাজাহানপুর উপজেরার কৈগাড়ি এলাকায় ওই সমন্বয়কের নিজ বাড়ির বারান্দায় বুধবার সকালে তার ছোট ভাই এটি দেখতে পায়। পরে বিষয়টি অন্যদের সাথে আলোচনার এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। তবে এ বিষয়ে বর্তমানে প্রাকশ্যে আসতে নারাজ সমন্বয়কের পরিবার। ছদ্মনাম (রুপা) নামের এই সমন্বয়ক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
ওই চিরকুটের লেখা হুবহু তুলে ধরা হলো। “ম্যাডাম। প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিল? একা কি একদিনো আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গী তো হবো আমরা, তৈরি থাকেন প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাবার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জ. বাংলা জ বঙ্গবন্ধু।
এ বিষয়ে এই সমন্বয়ক ও তার পরিবার ও ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করলে তারা প্রথমের দিকে সারা দিলেও পরবর্তীতে তাদেরকে বাড়িতে কিংবা মুটোফোনে পাওয়া যাচ্ছেনা।
এ বিষয়ে বৈসম্যবিরোধী আন্দোলনের বগুড়ার সাবেক সমন্বয়ক মোঃ সাকিব খানের সাথে কথা বললে তিনি বলেন আমরা হতাশ, আমরা শঙ্কিত, আমরা চিন্তিত, আমরা নিরাশ। আমরা প্রশানের কোনও সহযোগিতা পাচ্ছিনা। তাদের কাছে গেলে শুধু আস্বস্তই করছেন। তিনি আরো বলেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে, ৫ তারিখের আগে যারা আওয়ামী লীগের হয়ে দাপিয়ে বেড়াইছে এবং আন্দোলনের মাঠে আমাদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে তারা এবং আন্দোলনের পরে যাদের নামে মামলা হইছে এমনকি হত্যা মামলার আসামিরাও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেরাচ্ছে। এমনটি পুলিশের সাথেও তারা কথা বলছেন এবং ঘুড়ে বেরাচ্ছেন। প্রশাসন আসলে কোন দিকে যাচ্ছে আমরা তা বুঝে উঠতে পাচ্ছিনা। আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কথা বলছি তারাও বগুড়ার প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। তাদেরকেও আশ^স্ত করেছেন। কিন্তু এর ফলাফল আমরা শুন্য দেখতে পাচ্ছি। গতকালকেও আমাদের এক সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে লিখে গেছে। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছেনা।
এ বিষয়ে বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা এর সাথে কথা বললে তিনি বলেন। এই বিষয়টি উদঘাটন করতে আমাদের পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করছেন। বিষয়টি নিয়ে আমরা নিবিরভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষন করছি।
উল্লেখ্য ২৩ ডিসেম্বর সোমবার দিনগত রাতে বগুড়া সদর উপজেলার নিসিন্দারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে সহ-সমন্বয়ক আহসান হাবিব সায়েমকে হত্যার হুমকি দিয়ে দেয়ালে লিখে গেছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, সমন্বয়ক’। এর পর থেকে সায়েমের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সমন্বয়ক ও তাদের পরিবার বলছেন স্বৈরাশাসকের হাত থেকে যারা দেশকে রক্ষা করলো তারাই এখন মহা বিপদে অর্থাৎ নিরাপত্তাহিনতায় ভুগছেন। তারা আরো বলছেন যে, বর্তমান সরকার যেনো তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post