রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহত কর্মীর নাম মো. সোহানুর জামান নয়ন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার মো. আক্তারুজ্জামানের ছেলে এবং তেজগাঁও ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিটে কর্মরত ছিলেন।
বুধবার রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সোহানুর গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সোহানুর পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, তখন পেছন থেকে দ্রুতগতির ট্রাকটি তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতায় তার মাথার হেলমেট খুলে যায় এবং তিনি গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সচেতন শিক্ষার্থীরা গণপূর্ত ভবনের সামনে তা থামিয়ে চালককে আটক করেন। চালককে মোটরসাইকেলে তুলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন তারা। উত্তেজিত জনতার হাত থেকে চালককে রক্ষা করতে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক নিহতের খবর নিশ্চিত করেছেন। সোহানুরের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post