যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ডা. ওমর ফারুক সাবের (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আহম্মদ মিয়ার ছেলে।
গত ১০ ডিসেম্বর দেশে ফেরার জন্য বোস্টন বিমানবন্দরে অবস্থানকালে আকস্মিকভাবে হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন কোমায় ছিলেন। অবশেষে, বুধবার (স্থানীয় সময় ভোর ৫টা) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
ডা. ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। ১৯৯৫ সালে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রী অর্জন করে ১৯৯৮ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখান থেকে তিনি সাফল্যের সাথে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে বোস্টনের একাধিক হাসপাতালে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন। তার এই অকালপ্রয়াণে পরিবার এবং নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনেরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post