আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান তাদের বিমানগুলো দিয়ে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একটি গ্রামে আক্রমণ চালায়, যার ফলে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায়। এই হামলায় বেশিরভাগ নিহতই নারী ও শিশু।
আফগানিস্তানের তালিবান প্রশাসন জানায়, এই হামলা আফগানিস্তানের অন্তত ৪টি স্থানে হয়েছে এবং এর ফলে দেশটির জনগণ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। তালিবানের উপমুখপাত্র হামদুলিল্লাহ ফিতরাত বলেন, আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে কোনো মন্তব্য না করলেও তাদের দেশের নিরাপত্তার ওপর আক্রমণ ঘটানো হয়েছে।
আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি বলেন, পাকিস্তানের এই হামলা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, যা অত্যন্ত নৃশংস আচরণ। তারা এমন কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ করেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
Rare Pakistani airstrikes rock Afghan border
Pakistan launched rare airstrikes Tuesday, targeting suspected Taliban hideouts in Afghanistan’s Paktika province, dismantling a training camp and killing insurgents, according to security officials.#Taliban pic.twitter.com/bP4K7WaI2f
— RT (@RT_com) December 25, 2024
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে, তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। একই ধরনের হামলা পাকিস্তান এ বছর মার্চেও চালিয়েছিল, যা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও গভীর হয়েছে।
বর্তমানে, স্থানীয় প্রশাসন ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করছে, এবং স্থানীয় জনগণও এই কাজে সহায়তা করছে। তারা জানায়, পাকিস্তান থেকে আসা বিমানগুলো প্রথমে গ্রামে আক্রমণ করে এবং একের পর এক বোমা ফেলে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই হামলার কারণে সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক মহলে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post