প্রযুক্তির এই যুগে বিশ্বের অন্যান্য দেশ থেকে নিজেদের পিছিয়ে রাখতে চায়না মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আর তাইতো এবার মহাকাশে নিজেদের স্যাটেলাইট পাঠানোর কাজ জোরেশোরে শুরু করেছে দেশটির সরকার। গত ২৪-জুন ওমানের জাতীয় গণমাধ্যমের প্রকশিত সংবাদে জানাগেছে, শীঘ্রই মহাকাশে নিজেদের প্রথম জাতীয় একটি উপগ্রহ উৎক্ষেপণ করবে ওমান।
কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ https://www.probashtime.net/quiz-sultan/
‘ওমানস্যাট-১’ নামের এই উপগ্রহের নকশা তৈরি, ম্যানুফ্যাকচারের জন্য ইতিমধ্যেই দরপত্র ঘোষণা করা হয়েছে। ওমান গ্রুপ অফ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সংস্থা এই দরপত্র ঘোষণা করে। দরপত্রে বলা হয়েছে, ‘ওমানস্যাট -১’ নামে এই উপগ্রহের সঠিক পরিষেবা নিশ্চিতে পরিকল্পনা করছে সংস্থাটি। ওমানের অর্থনৈতিক অঞ্চলসহ সকল প্রদেশকে এই উপগ্রহের পরিষেবা সঠিকভাবে নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২০২৪ সালের মধ্যে নতুন এই উপগ্রহটি চালু করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ২০১৮ সালের তথ্য অনুযায়ী মহাকাশে আমেরিকার স্যাটেলাইট আছে ১৬১৬টি। পাশের দেশ ভারতের স্যাটেলাইট ৮৮টি। পাকিস্তানের স্যাটেলাইট আছে ৩টি। মহাকাশে কেনিয়ার মতো দেশের স্যাটেলাইট আছে ১টা। ফুটবলের দেশ আর্জেন্টিনার স্যাটেলাইট আছে ১৮টি। ব্রাজিলের আছে ১৭টি। সাউথ কোরিয়ার আছে ২৭টি। স্পেনের আছে ২৪টি। থাইল্যান্ডের আছে ৯টি। জাপানের প্রায় ১৭২টি এবং বাংলাদেশের একটি।
এদিকে পৃথিবী থেকে অধিক পরিমাণে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে মহাকাশে। এর ফলে ক্রমশ জটিল অবস্থা সৃষ্টি হচ্ছে। এসব স্যাটেলাইট বাতাসে অ্যালুমিনা পার্টিক্যাল ছড়িয়ে দিচ্ছে। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এজন্য জাপানের বেসরকারি সংস্থা সুমিতোমো ফরেস্ট্রি এবং কিয়োতো বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) বানানোর উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালের মধ্যে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post